শরীরে গ্লুকোজের মাত্রা নির্ণয় করতে একটি সঠিক গ্লুকোমিটার যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সঠিক এবং অর্জিনাল টেস্ট স্ট্রিপ নির্বাচন করা। কারণ মিটার টি কতটা নির্ভুল ফলাফল প্রদান করবে তার অধিকাংশই নির্ভর করে টেস্ট স্ট্রিপ এর উপর। টেস্ট স্ট্রিপ যদি অর্জিনাল না হয় সেক্ষেত্রে আপনি কখনোই সঠিক ফলাফল পাবেন না।